ফিরোজ আল আমিন
নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে যাত্রীবাহী কোচের ধাক্কায় হাঁস-মুরগি বহনকারী একটি পিকআপ ভ্যান উল্টে নায়েব আলী প্রামাণিক (৫০) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মহিষলুটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নায়েব আলী উপজেলার দেবীপুর গ্রামের মৃত রব্বান প্রামাণিকের ছেলে।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান জানান, সকালে মহিষলুটি মাছের আড়তের কাছ থেকে হাঁস-মুরগি বোঝাই একটি পিকআপ ভ্যান মহাসড়কে উঠছিল। এসময় দ্রুতগতির হানিফ এন্টারপ্রাইজের একটি কোচ পিকআপটিকে সজোরে ধাক্কা দিলে সেটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নায়েব আলী চাপা পড়ে মারা যান।
খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। দুর্ঘটনাকবলিত কোচ ও পিকআপ জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।