ফিরোজ আল আমিন
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কাস্তা বাজারে একটি সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল দোকানের টিন কেটে ভেতরে প্রবেশ করে প্রায় সাড়ে তিন লাখ টাকার কীটনাশক ও অন্যান্য মালামাল চুরি করে নিয়ে গেছে।
ঘটনাটি ঘটেছে সোমবার (২১ অক্টোবর) গভীর রাতে। চুরির শিকার দোকানটি স্থানীয় “মেসার্স জিসা এন্টারপ্রাইজ”।
দোকানের মালিক জাহাঙ্গীর আলম জানান, “প্রতিদিনের মতো মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে দোকান বন্ধ করে বাসায় যাই। সকালে দোকান খুলে দেখি পিছনের টিন কাটা অবস্থায় পড়ে আছে। পরে দেখি দোকানের বিভিন্ন ব্র্যান্ডের কীটনাশক ও অন্যান্য পণ্য নেই—সব মিলিয়ে প্রায় সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।”
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, “ঘটনাটি সম্পর্কে এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয় ব্যবসায়ীরা জানান, বাজার এলাকায় সম্প্রতি কয়েকটি চুরির ঘটনা ঘটলেও দোষীদের শনাক্ত করা যায়নি। এতে এলাকায় আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।