মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :
রাঙ্গামাটির লংগদুতে দূর্নীতি মুক্ত নতুন বাংলাদেশ বিনির্মানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২১ অক্টোবর মঙ্গলবার সকাল ১১টায় লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রতিষ্ঠান প্রধান, বিভাগীয় প্রধান ও সততা সংঘের সদস্যদের নিয়ে লংগদু উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত এই সভা অনুষ্ঠিত হয়।
মাইনীমুখ মডেল হাইস্কুলে সহকারী প্রধান শিক্ষক তাজ মাহমুদ এর সঞ্চালনায় ও লংগদু উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাওলানা হাফেজ ফোরকান আহমেদ এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা, জাহাঙ্গীর হোসাইন, বিশেষ অতিথি রাজু আহমেদ সহকারী পরিচালক, দূর্নীতি দমন কমিশন, রাঙ্গামাটি পার্বত্য জেলা, মোঃ ওমর ফারুক, সভাপতি জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি।
এতে আরো বক্তব্য রাখেন লংগদু প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মোঃ এখলাস মিয়া খান, প্রেসক্লাব সভাপতি এবিএস মামুন, লংগদু সরকারি মডেল কলেজের অধ্যাপক খন্দকার হাসান আলী, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিফ রহমান, ইমাম সমিতির সভাপতি মাওঃ আমিনুর রশীদ প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের প্রধান, প্রতিষ্ঠান প্রধান, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময়ে বক্তারা বলেন, আমাদের দেশটাকে একটি দূর্নীতি মুক্ত নতুন বাংলাদেশ বিনির্মানে কাজ করতে হবে, সমাজের প্রতিটা স্তরে নিজেদের যার যার অবস্থান থেকে চেষ্টা করবো দূর্নীতি প্রতিরোধে এগিয়ে আসার। এক্ষেত্রে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে দূর্নীতি প্রতিরোধে এগিয়ে আসতে হবে।