মোখলেছুর রহমান ধনু
রামগতি- কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষকদের বাড়ি ভাড়া ২০%, চিকিৎসা ভাতা ১৫০০ টাকা ও কর্মচারীদের উৎসব ভাতা ৭৫% বৃদ্ধির দাবীতে লক্ষ্মীপুরের কমলনগরে বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৩২ টি
স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের
দায়িত্বরত প্রধান- সহকারী শিক্ষক ও কর্মচারীসহ পাঁচশতাধিক ভাতাপ্রত্যাশীরা দীর্ঘ একর্মসূচীতে অংশগ্রহণ করেন।
এসময় বক্তব্য রাখেন, হাজিরহাট হামিদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন টুমচরী, ফরাশগঞ্জ ফয়েজেআম আলিম মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান,
ফজুমিয়ারহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবদুস সহিদ, পাটারীরহাট দাখিল মাদরাসার সুপার মাওলানা আবুল খায়ের, চরকালকিনি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান বেলায়েত, তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহান, উদয়ন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন ও সহকারী শিক্ষক ইয়াছিন আরাফাত।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষকআমানত উল্যা কবির,
এসময় বক্তারা দাবি জানান, শিক্ষকদের বিভিন্ন ন্যায্য
ভাতাদি অতিদ্রুত পরিশোধ করতে হবে। না হলে টানা কর্মসূচির মাধ্যমে পালন করা হবে। এছাড়া শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করছেন ভাতা প্রত্যাশীর বেসরকারি শিক্ষক কর্মচারীগণ।