মোঃমাসুদ রানা,
বিশেষ প্রতিনিধিঃ
গণযোগাযোগ অধিদপ্তরে নবনিযুক্ত মহাপরিচালক এর সাথে মাঠ পর্যায়ের অফিস প্রধানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে
গতকাল সোমবার ২০ অক্টোবর সকালে গণযোগাযোগ অধিদপ্তরের সভাকক্ষে অনলাইনে অধিদপ্তরের মাঠ পর্যায়ের অফিস প্রধানদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গণযোগাযোগ অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক জনাব মো. আবদুল জলিল সভার সভাপতিত্ব করেন।
তিনি জেলা পর্যায়ের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে আলোচনা করেন এবং অনিয়ম ও দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স নীতির ব্যাপারে জোর দেন। এছাড়াও আগামী নির্বাচনের প্রচারণা এবং রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রচারণা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার ব্যাপারে নির্দেশনা দেন।
পাশাপাশি নিয়মিত প্রচার কার্যক্রমের ক্ষেত্রে ইনোভেটিভ আইডিয়া এবং প্রযুক্তিকে কাজে লাগানোর পরামর্শ দেন। সবশেষে তিনি জেলা তথ্য অফিসকে জেলায় সকল পর্যায়ের সাথে সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করতে নির্দেশনা দেন।
সভায় গণযোগাযোগ অধিদপ্তরের সদর দপ্তর ও বিভাগীয় পর্যায়ে পদসৃজনের বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোঃ মামুন অর রশিদ আলোচনা করেন।
জেলা পর্যায়ের অফিসারবৃন্দ অফিসে বিদ্যমান বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। যেমন- জনবল সংকট, অপ্রতুল বাজেট, যানবাহন ইত্যাদি। তারপরও তাঁরা দক্ষতার সাথে নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, সে বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। আসন্ন নির্বাচনের প্রস্তুতির অংশ হিসাবে গুজব মোকাবিলা ও সাইবার নিরাপত্তা বিষয়ে সদর দপ্তরের প্রতি দিকনির্দেশনামূলক কর্মশালা আয়োজনের আহবান জানানো হয়।
সভায় জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মুন্সী জালাল উদ্দীন, অধিদপ্তরের পরিচালক (কারিগরি ও প্রশিক্ষণ) অনসূয়া বড়ুয়া, পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ এ মু'মেন, পরিচালক (প্রচার ও সমন্বয়) ডালিয়া ইয়াসমিন, তথ্য অধিদফতরের সিনিয়র তথ্য অফিসার মোঃ সালাহ উদ্দিন, অনলাইন প্ল্যাটফর্মে বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোঃ কামাল হোসেন, ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোঃ আবুবকর সিদ্দীকসহ সদর দপ্তরের দপ্তরের সকল উপপরিচালক, সহকারী পরিচালক এবং সংশ্লিষ্ট কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।