লোকমান হোসেন মিলন
স্টাফ রিপোর্টার
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন রাজশাহী বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান।
রবিবার (১৯অক্টোবর) বিকেল ৩ টার দিকে হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের হল রুমে সমসাময়ীক বিষয় নিয়ে হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের দায়িত্ব পাপ্ত প্রশাসক মারুফ হোসেন ও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রেকাব আলীর ও ইউপি সকল সদস্যবৃন্দ আলাপ আলোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন,উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার, আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত, উপজেলা প্রকল্পবায়ন কর্মকর্তা (পিআইও) মাহবুবুর রহমান ভূইয়া
সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, গোলাম আম্বিয়া, সলঙ্গা থানা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও সলঙ্গা থানা সম্মেলন প্রস্তুুত কমিটির সদস্য, হাবিবুর রহমান সুজন, সলঙ্গা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক, মেহেদী হাসান আমজাদ, হাটিকুমরুল ইউনিয়ন গ্রাম পুলিশ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।