মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :
রাঙ্গামাটির লংগদুতে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮অক্টোবর) সকাল সাড়ে দশটায় উপজেলার মাইনীমুখ বাজারের দলীয় কার্যালয়ে এই সভা ওলামা দলের আহবায়ক মাওলানা সোহেল আহম্মেদ এর সভাপতিত্বে ওলামা দলের সাংগঠনিক প্রস্তুতি অনুষ্ঠিত হয়।
লংগদু উপজেলা ওলামা দলের সাংগঠনিক সম্পাদক মাওলানা মাইনুদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা বিএনপি সহ-সভাপতি আব্দুর রশিদ মেম্বার। এতে জাতীয়তাবাদী ওলামা দলের সভায় লংগদু উপজেলা কমিটি ও বিভিন্ন ইউনিয়ন কমিটি সভাপতি এবং সম্পাদকগণ উপস্থিত ছিলেন।