মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি:
রাঙামাটির লংগদু উপজেলায় এইচএসসি পরীক্ষায় ভয়াবহ ফলাফল বিপর্যয় দেখা দিয়েছে। এ বছর উপজেলার দুটি কলেজের মধ্যে লংগদু সরকারি মডেল কলেজে ২৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৮৪ জন—পাশের হার ৩১.৮৮%।
গুলশাখালী বর্ডার গার্ড মডেল কলেজে ৫৭ জনের মধ্যে পাশ করেছে ১৬ জন—পাশের হার ২৮.০৭%। দুটি কলেজেই কেউ জিপিএ-৫ পায়নি।
জেলায় গড় পাশের হার ৩৯.৪২%, তবে কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ শতভাগ পাশ করেছে।
লংগদুতে এমন ফলাফলে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা সমালোচনা। কেউ শিক্ষার্থীদের মোবাইল আসক্তি, আবার কেউ শিক্ষা ব্যবস্থার দুর্বলতাকে দায়ী করছেন।
লংগদু সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।