লোকমান হোসেন মিলন, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের মাধ্যমে দ্রুত ও স্বল্প খরচে ন্যায়বিচার পাচ্ছেন সাধারণ মানুষ। ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, গত ৬ মাসে মোট ১৮টি মামলা (দেওয়ানী ১৪, ফৌজদারী ৪) দায়ের হয়, যা ইতিমধ্যে নিষ্পত্তি করা হয়েছে।
গ্রাম আদালতের সহকারী আরফিনুল হক সবুজ জানান, অল্প সময়ে বিচার পাওয়ায় মানুষ এখন থানা বা কোর্টে না গিয়ে ইউনিয়ন পর্যায়ে মামলা করছেন। বিচার প্রার্থী নগর চন্দ্র হাওলাদার বলেন, “গ্রাম আদালতে আমার জমি বিরোধের মামলা দ্রুত নিষ্পত্তি হয়েছে—কোর্টে গেলে বছর লেগে যেত।”
প্যানেল চেয়ারম্যান মো. হাবিবুর রহমান খান জানান, চান্দাইকোনা ইউনিয়ন এখন একটি আদর্শ ইউনিয়ন—এখানে নেই বাল্যবিবাহ, ইভটিজিং বা জঙ্গিবাদ। তিনি এলাকার সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
গ্রাম আদালতের এই কার্যক্রমে স্থানীয় জনগণ সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং ন্যায়বিচার ব্যবস্থার প্রতি আস্থা দেখিয়েছেন।