রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া:
কুষ্টিয়ার মিরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার আমলা ইউনিয়নের অঞ্জনগাছী স্কুল মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম। আমলা ইউনিয়ন জামায়াতের আমির নাসিম রেজা মুকুলের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্যে দেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও কুষ্টিয়া-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল গফুর, সংগঠনটির জেলা ইউনিট সদস্য অধ্যাপক জুমারত আলী, উপজেলা জামায়াতের আমীর খন্দকার রেজাউল করিম প্রমুখ। সমাবেশে সংগঠনটির কয়েক হাজার নেতাকর্মী, সমর্থক উপস্থিত ছিলেন।