সোহাগ আরেফিন
চিকিৎসক, বুদ্ধিজীবী, রাজনৈতিক চিন্তাবিদ ও মানবসেবক — এই চার পরিচয় একসঙ্গে ধারণ করেছেন ড. জিয়াউদ্দিন হায়দার স্বপন। ঝালকাঠির নৈকাঠি গ্রামের এই মাটি-সন্তান শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন, পরে ফিলিপাইন বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ও সুইডেনের উমিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেন।
বিশ্বব্যাংকে “সিনিয়র স্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ” হিসেবে ৬২টিরও বেশি দেশে কাজ করেছেন তিনি। বর্তমানে ফিলিপাইন বিশ্ববিদ্যালয়ে অ্যাডজাঙ্কট অধ্যাপক হিসেবে কর্মরত।
ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ড. স্বপন ৮০-এর দশকে ছিলেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি। ২০২৫ সালে তাঁকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়।
মানবকল্যাণে নিবেদিত এই মানুষটির জীবনদর্শন একটিই—“মানুষের জন্য কাজ করাই রাজনীতির মূল।”ড. জিয়াউদ্দিন হায়দার স্বপন আজ এক অনুপ্রেরণা—একজন চিকিৎসক, একজন রাজনীতিক, আর সর্বোপরি একজন মানবতাবাদী।