রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া
কুষ্টিয়ার মিরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার সকালে উপজেলা চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমানের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহিল কাফি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামশেদ আলী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রিজভী ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা সিরাজাম মুনিরা, উপজেলা প্রকৌশলী জহীর মেহেদী হাসান, উপসহকারী পাট উন্নয়ন কর্সকর্তা রাশেদ আহমেদ, প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী, সাবেক সভাপতি আছাদুর রহমান বাবু, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, উপজেলা শিল্পকলা একাডেমী সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিঠু প্রমুখ। আলোচনা সভার পূর্বে উপজেলা চত্বর থেকে এক বর্নাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। সভা শেষে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঠিক নিয়মে হাত ধোয়া শিখানো হয়।