নাজিরুল ইসলাম, শাজাহানপুর বগুড়া প্রতিনিধিঃ
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বগুড়ার শাজাহানপুরের প্রত্যন্ত এলাকার বিভিন্ন পাড়া মহল্লায় বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ ও ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগের শীর্ষ রয়েছে উপজেলার খরনা ইউনিয়ন বিএনপি।
অনুসন্ধানে জানাগেছে, চলতি বছরের গত সেপ্টেম্বর মাসের শুরু থেকে উপজেলা ও খরনা ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শাজাহানপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও খরনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই সিদ্দিকী রনির ঐক্লান্তিক প্রচেষ্টায় কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগের মধ্য দিয়ে জড়ালো প্রচার প্রচারণার কার্যক্রম অব্যাহত রয়েছে।
ইতি মধ্যে তিনি খরনা ইউনিয়নের মোট ৯টি ওয়ার্ডের সকল ওয়ার্ড পর্যায়ে গণসংযোগ করছেন। এর মধ্যে অত্র ইউনিয়নের ১নং ওয়ার্ডের শিয়ালচাপড়, দেশমা, ২নং ওয়ার্ডের জামাটা, কড়িআঞ্জুল, ৩নং ওয়ার্ডের বনভেটী, রাঘমাঝি, ৪নং ওয়ার্ডের জগন্নাথপুর, বীরগ্রাম, ৫নং ওয়ার্ডের খরনা নাথপাড়া, কামারপাড়া, নাদুরপুকুর, ৬নং ওয়ার্ডের জোরগাড়ী, বাঁশবাড়িয়া, ৭নং ওয়ার্ডের তিতখুর, লটাগাড়ী, ৮নং ওয়ার্ডের হরিণগাড়ী, নওদাপাড়া ও ৯নং ওয়ার্ডের গয়নাকুড়ি, দাঁড়িগাছা, দাঁড়িগাছা নতুন পাড়া এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ চালিয়েছেন। জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত পুরো ইউনিয়নব্যাপী এ ধরণের প্রচার প্রচারণা চালানো হবে বলে জানা গেছে।
জানতে চাইলে বিএনপি নেতা আব্দুল হাই সিদ্দিকী রনি সাংবাদিকদের বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই ইউনিয়ন থেকে ধানের শীষ প্রতীকে সর্বোচ্চ বিজয় ছিনিয়ে নিতে ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি করা হয়েছে। এতে মাঠ পর্যায়ে আমরা জনগণের ব্যাপক সাড়া পেয়েছি। তিনি আরও বলেন, শাজাহানপুর উপজেলার নয়টি ইউনিয়নের মধ্যে এই ইউনিয়ন থেকে সর্বোচ্চ ভোটে আগামীর দেশ নায়ক জনাব তারেক রহমান কে ধানের শীষ মার্কায় বিপুল ভোটে বিজয়ী করব ইনশাআল্লাহ।
৩১ দফা বাস্তবায়নের কর্মসূচিতে অংশ নেন খরনা ইউনিয়ন বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সহ বিএনপির অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।