সুব্রত কুমার পাল, বুটেক্স প্রতিনিধি:
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) একাত্তর সাংস্কৃতিক সংঘের ২০২৫–২৬ মেয়াদের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।
সভাপতি হয়েছেন ইমন দাশ (অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং, ৪৭তম ব্যাচ) এবং সাধারণ সম্পাদক হয়েছেন সপ্তক বড়ুয়া (ফেব্রিক ইঞ্জিনিয়ারিং, ৪৭তম ব্যাচ)।
গত ১৩ অক্টোবর (সোমবার) রাতে ক্লাবের মডারেটর ও ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স বিভাগের সহকারী অধ্যাপক মো. কাউসারুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করেন।
সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আকিব শাহেদ, আবদুল্লাহ আল মাসুম তীব্র, মাহফুজুল হাসান অভি, নাজমুস সাকিব, জাফরিন মোসতারি জোয়া ও দীপ্ত সেন গুপ্ত।
যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন প্রদ্যুৎনো পুরোহিত প্রত্যয়, মাইশা হাসান তাহানি, তৌহিদ ই এলাহী শাফি, সামিউল মাহি ও এ এস মাহি চৌধুরী।
সভাপতি ইমন দাশ বলেন,একাত্তর মানেই ঐক্য, সংস্কৃতি আর সৃজনশীলতার স্পন্দন।
সাধারণ সম্পাদক সপ্তক বড়ুয়া বলেন,আমরা এমন একটি পরিবেশ চাই যেখানে প্রত্যেকে স্বাধীনভাবে সংস্কৃতি চর্চা করতে পারবে।”প্রতিষ্ঠালগ্ন থেকেই একাত্তর সাংস্কৃতিক সংঘ বুটেক্সের সংস্কৃতি চর্চার অন্যতম প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।