কাগজ ডেক্স :
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সোমবার রাতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।
সলঙ্গায় ঘটে যাওয়া দুর্ঘটনায় মোটরসাইকেলে যাত্রা করা হান্নান খান (৩৫) এবং তার তিন বছরের মেয়ে হাফসা খাতুন মারা যান। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন হান্নানের স্ত্রী বৃষ্টি খাতুন ও ছেলে হামজা।
উল্লাপাড়ার কাওয়াকমোড়ে সিমেন্টবোঝাই ট্রাক চাপায় নুরনবী হোসেন (৫৫) ঘটনাস্থলেই মারা যান। ট্রাক জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক।
পুলিশ জানিয়েছে, উল্লাপাড়ায় পৃথক দুটি দুর্ঘটনায় মোট তিনজনের মৃত্যু হয়েছে।