দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: মোঃ হাছান আল মামুন
সারা দেশের মতো খাগড়াছড়ির দীঘিনালা উপজেলাতেও দ্বিতীয় দিনের মতো মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক-কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। তিন দফা ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে এবং শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে শিক্ষক-কর্মচারীরা আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) শ্রেণিকক্ষে পাঠদান থেকে বিরত রয়েছেন।
আজ সকালে দীঘিনালা উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসা ঘুরে দেখা যায়, শিক্ষকরা সম্মিলিতভাবে ক্লাস বর্জন করে কর্মসূচিতে অংশ নিচ্ছেন। ফলে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে।
শিক্ষকদের মূল দাবিগুলো হলো:২০% বাড়িভাড়া বরাদ্দ।১,৫০০ টাকার মেডিকেল ভাতা বরাদ্দ।অন্যান্য তিন দফা ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন।
উপজেলার রশিদ নগর দাখিল মাদ্রাসাতেও কর্মসূচিটি গুরুত্বের সঙ্গে পালিত হয়। মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আনিছুর রহমান, সিনিয়র সহকারী মৌলভী মাওলানা জহিরুল ইসলাম, সিনিয়র শিক্ষক মামুনুল ইসলামসহ সকল শিক্ষক-কর্মচারী এই কর্মবিরতিতে অংশ নেন।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষকরা জানিয়েছেন, এটি কেন্দ্রীয় কর্মসূচির অংশ এবং তাঁদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই ক্লাস বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে।
তাঁরা আরও বলেন, "আমরা দীর্ঘদিন ধরে অবহেলিত। এখন সময় এসেছে সেই অবহেলার জবাব দেওয়ার। যদি দ্রুত আমাদের দাবি মেনে না নেওয়া হয়, তবে সারাদেশের শিক্ষকরা ঐক্যবদ্ধ হয়ে আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন।"
শিক্ষক নেতারা দৃঢ়ভাবে জানান, কেন্দ্রীয় সিদ্ধান্ত আসা মাত্রই তাঁরা পরবর্তী কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছেন।