লোকমান হোসেন মিলন
রায়গঞ্জ ( সিরাজগঞ্জ) প্রতিনিধি
সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জের রায়গঞ্জ প্রেসক্লাবের আহবায়ক ও সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকার রায়গঞ্জ প্রতিনিধি এবং উপজেলা জামায়াতের নায়েবে আমীর মো. আবুল কালাম বিশ্বাস (৫২) নিহত হয়েছেন।
সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার ঢাকা বগুড়া মহাসড়কের ছোনকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ওই স্থানে রোড ডিভাইডারের পাশে গুরুতর আহত অবস্থায় আবুল কালামকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাঁকে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের ধারণা, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সাথে আঘাত লেগে তিনি গুরুতর আহত হন।
মৃত্যুর খবর পেয়ে রায়গঞ্জ উপজেলার সকল গণমাধ্যম কর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।