এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাত্র (১৯) মাসের শিশু কারিমা সোমবার বিকেল পৌনে ৪টায় (১৩ অক্টোবর ২০২৫) মাইক্রোবাসের নিচে পড়ে মৃত্যু হবার খবর পাওয়া গেছে।
থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের সুরানপুরের তিলোকী গ্রামের মোঃ কুরবান আলীর ছোট্ট শিশু কারিমা মা মোসাঃ মিম খাতুনের কাছ থেকে রাস্তার উপর খেলছিল। অপরদিক থেকে আসা বিয়ের যাত্রীসহ মাইক্রোবাসে শিশু কারিমা হঠাৎ করেই গাড়ীর নিচে পড়ে মারা যায় বলে জানা গেছে।
খবর পেয়ে ভোলাহাট থানা পুলিশের এস, আই মোঃ সুজাউদ্দৌলা জানান, ঘটনাস্থল থেকে শিশু কারিমাকে অচেতনবস্থায় স্থানীয় সরকারী হাসপাতালে নিলে কর্তব্যরত ডাঃ জামিলা মৃত বলে ঘোষণা করেন। তিনি আরো বলেন, শিশু কারিমার মৃত্যুর ব্যাপারে ওসি স্যার যা ব্যবস্থা নিবেন তথা আইনানুযায়ী যথাযথ ব্যবস্থা নেয়া বলে তিনি জানান।