ফিরোজ আল আমিন
নিজস্ব প্রতিনিধি:
দেশব্যাপী জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচির সঙ্গে মিল রেখে রবিবার (১২ অক্টোবর) সিরাজগঞ্জের তাড়াশে আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে তাড়াশ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে টিকাদান কার্যক্রম শুরু হয়।এই কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু-কিশোরকে বিনামূল্যে এক ডোজ টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) প্রদান করা হচ্ছে। টাইফয়েড জ্বর থেকে শিশুদের সুরক্ষিত রাখাই এই ক্যাম্পেইনের প্রধান লক্ষ্য।স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, প্রথম ধাপে স্কুল ও মাদ্রাসায় ক্যাম্পের মাধ্যমে এবং পরবর্তী ধাপে ইপিআই কেন্দ্রগুলোতে এই টিকা প্রদান করা হবে। টিকাটি সম্পূর্ণ নিরাপদ ও কার্যকর।