মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :
" তরুণ প্রজন্মের মনোবল, মাদক ছেড়ে খেলতে চল" এই শ্লোগানকে বুকে ধারণ করে রাঙ্গামাটির লংগদুতে সম্প্রীতির প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
১২ অক্টোবর (রবিবার) বিকাল তিনটায় লংগদু উপজেলা মিনি স্টেডিয়ামে লংগদু ফুটবল একাডেমির আয়োজনে এই প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
লংগদু ফুটবল একাডেমির সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিক্রম চাকমা বলি'র সভাপতিত্বে উক্ত প্রীতি ফুটবল খেলায় অংশ গ্রহণ করেন বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লক জাগরণী ক্লাব একাদশ ও লংগদু ফুটবল একাডেমি একাদশ। নির্ধারিত সময়ে শেষে খেলাটি ২-২ গোলে ড্রয়ের মাধ্যমে সমাপ্তি ঘটে। পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে লংগদু ফুটবল একাডেমি কর্তৃক আয়োজিত উক্ত খেলা উপভোগ করতে লংগদু উপজেলা মিনি স্টেডিয়ামের দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দীর্ঘদিন পরে লংগদু উপজেলা মাঠে খেলা দেখতে ভীড় জমায় লংগদু ও বাঘাইছড়ি উপজেলার হাজারো নারী-পুরুষ।
লংগদু উপজেলা ফুটবল একাডেমির সভাপতি বিক্রম চাকমা বলি জানান, এই প্রীতি ফুটবল খেলার মাধ্যমে পাহাড়ি-বাঙালীর মধ্যে শান্তি সম্প্রীতি বজায় রাখতে এবং এলাকায় তরুণ প্রজন্মেরকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে লংগদু ফুটবল একাডেমি কাজ করে যাচ্ছে। আজকের এই প্রীতি ম্যাচের মাধ্যমে পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখতে ভূমিকা রাখবে বলে আশা করছি।