মোঃউজ্জল হোসেন
ধামইরহাট উপজেলা প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে গ্রীন ভয়েসের উদ্দোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি'র সহযোগীতায় গ্রীন ভয়েসের ২টি দল সবুজ দল ও নীল দল খেলায় অংশগ্রহন করে। উপজেলার তালঝারি মাঠে ১০অক্টোবর বিকেল ৫টায় অনুষ্ঠিত খেলায় প্রথমার্ধে সবুজ দল ১ গোলে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে নীল দল সমতা ফিরে আনে। প্রীতি খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা যুবদল যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম লিটন।বিশেষ অতিথি ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি ম্যানেজার মানুয়েল হাসদা প্রোগ্রাম অফিসার মামুনুর রশিদ গ্রীন ভয়েসের টিম প্রশিক্ষক মোহাম্মদ আলী, বাবু প্রমুখ। খেলা পরিচালনা করেন রেফারি শাহিন মার্ডি।
খেলা শেষে গ্রীন ভয়েস এর প্রতিনিধি রায়হান পারভেজ এর সভাপতিত্তে খেলোয়ারদের মাঝে পুরস্কার ও খেলার সামগ্রী বিতরন করা হয়। রায়হান পারভেজ বলেন, গ্রীন ভয়েসের প্রতিষ্ঠাতা আলমগীর কবীর দেশব্যাপী যুব সমাজ ও শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন সামাজিক কার্যক্রম করে থাকে।