এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট, নাচোল ও গোমস্তাপুর) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী মাঠে সরব হয়ে উঠেছেন। এ আসনে প্রায় ১৪ থেকে ১৫ জন বিএনপি প্রার্থী দলীয় মনোনয়ন পেতে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। তবে এর মধ্যে কয়েকজন প্রার্থী মাঠপর্যায়ে সক্রিয়ভাবে জনগণের দ্বারে দ্বারে গিয়ে দলীয় বার্তা পৌঁছে দিচ্ছেন, অন্যদিকে অনেকেই সীমিত প্রচারণাতেই থেমে আছেন বলে জানা গেছে।
এই প্রার্থীদের মধ্যে অন্যতম গোমস্তাপুর উপজেলার কৃতি সন্তান, সাবেক সফল পৌর মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তারিক আহমেদ। তিনি দীর্ঘদিন ধরে দলের ত্যাগী ও একনিষ্ঠ কর্মী হিসেবে এলাকায় পরিচিত।
গতকাল দিনব্যাপী তিনি ভোলাহাট, গোমস্তাপুর ও নাচোল উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। নাচোল বাজার, বাসস্ট্যান্ড মোড়, নিজামপুর বাজার, হাটবাকৈল ও রাজবাড়ী বাজারে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা ‘রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা’ সম্বলিত লিফলেট বিতরণ করেন তিনি।
গণসংযোগ চলাকালে তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন,ভোটটা ধানের শীষে দিবেন—আপনাদের দাওয়াত দিয়ে গেলাম।”
এ সময় তার সঙ্গে ছিলেন গোমস্তাপুর উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সমর্থক।