মোখলেছুর রহমান ধনু
রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স কুসুম রানী পাইকের বিরুদ্ধে প্রভাব খাটিয়ে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ উঠেছে। দীর্ঘ ২৬ বছর ধরে অন্যের পদে বসে রোগী ও সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্র জানায়, যোগদানের পর থেকেই কুসুম রানী স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় থেকে একটি সিন্ডিকেট গড়ে তোলেন। তিনি সরকারি বরাদ্দের ওষুধ গোপনে বিক্রি করেন এবং পরিচিতদের মাধ্যমে অবৈধ লেনদেন চালান বলে অভিযোগ রয়েছে।
চলতি বছরে প্রায় ১৮০ জন প্রসূতি রোগীর কাছ থেকে ২ থেকে ৫ হাজার টাকা, বিশেষ ক্ষেত্রে ১০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। গত ২৬ বছরে প্রায় ৭ হাজার ৮০০ রোগীর কাছ থেকে ২ কোটি ৩৪ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে কুসুম রানী পাইক বলেন,আমি সামান্য কিছু টাকা নেই, ওষুধ বিক্রির ব্যাপারে আমার উর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলুন।এর পর তিনি ফোন কেটে দেন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।