নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরের উলিপুর ব্রিজ এলাকায় ভটভটির ধাক্কায় একই পরিবারের ভাই-বোন সহ অটোরিকশা চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— তাড়াশ পৌর সদরের দক্ষিণপাড়া মহল্লার রফিকুল ইসলামের ছেলে জনি (১২), মেয়ে তুবা (১) ও কোহিত গ্রামের অটোরিকশা চালক হাইফত হোসেন (৩৫)। পুলিশ জানায়, গরু বোঝাই দ্রুতগামী একটি ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক ও জনি মারা যায়। পরে সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তুবাও মারা যায়।দুর্ঘটনার পর ভটভটি জব্দ করেছে পুলিশ, চালক পলাতক।