মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি:
রাঙ্গামাটির লংগদু উপজেলার কৃতী সন্তান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর নবনির্বাচিত সাধারণ সম্পাদক (জিএস) এস. এম. ফরহাদকে লংগদুবাসীর পক্ষ থেকে এক বর্ণাঢ্য গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) বিকাল ৩টায় উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মোঃ নাছির উদ্দীন। সঞ্চালনায় ছিলেন লংগদু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও তাজ মাহমুদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মিনহাজ মুরশিদ, ফরহাদের পিতা ও গাঁথাছড়া কমপ্লেক্সের সুপার হাফেজ মাওলানা ফোরকান আহমেদ, জেলা ছাত্র শিবির সভাপতি রবিউল ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি হাফেজ আবদুল মতিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
গণসংবর্ধনায় ফরহাদ বলেন, “লংগদু একটি দুর্গম অঞ্চল হলেও এখানকার শিক্ষার্থীরা মেধা ও পরিশ্রমে এগিয়ে যাচ্ছে। রাষ্ট্রীয় সহায়তা পেলে এ অঞ্চলের তরুণরাই একদিন দেশকে নেতৃত্ব দেবে।”
অনুষ্ঠান শেষে উপস্থিত নেতৃবৃন্দ ফুল দিয়ে নবনির্বাচিত জিএসকে বরণ করে নেন।