মোঃ উজ্জল হোসেন, ধামইরহাট (নওগাঁ)
নওগাঁর ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও সমাজসেবা দপ্তরের আয়োজনে ইউএনও শাহরিয়ার রহমানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউএনও শাহরিয়ার রহমান। স্বাগত বক্তব্য দেন সমাজসেবা অফিসার (ভারপ্রাপ্ত) এ টি এম ফসিউল আলম। প্রবীণ ফারাজ উদ্দিন বয়স্কভাতা বৃদ্ধির দাবি জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার তৌফিক আল জুবায়ের, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী, পিআইও মনসুর আলী, আনসার ভিডিপি কর্মকর্তা আফরোজা খানম ও প্রেস ক্লাব সভাপতি এম এ মালেক প্রমুখ।