মোঃ মিঠু মিয়া, গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় বালিকা উচ্চ বিদ্যালয়ে জাল বিএ সার্টিফিকেট ব্যবহার করে সভাপতি মনোনয়নের অভিযোগ উঠেছে। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম ও সহকারী প্রধান শিক্ষক তাজ উদ্দিনের সম্পৃক্ততা রয়েছে বলে জানা গেছে।
সূত্র জানায়, এইচএসসি পাসকৃত মো. আব্দুস সালাম নামে এক ব্যক্তির নামে জাল বিএ সার্টিফিকেট সংযুক্ত করে সভাপতি পদে মনোনয়ন নেওয়া হয়। গত ৩১ জুলাই গোপনে বোর্ড থেকে অনুমোদন এনে ২৪ আগস্ট জেলা প্রশাসকের কার্যালয়ে নথি জমা দেওয়া হয়।
প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, “আমি শুধু ফটোকপি পাঠিয়েছি।” তবে সহকারী প্রধান শিক্ষক তাজ উদ্দিন যাচাইয়ের প্রতিশ্রুতি দিলেও পরে যোগাযোগ করেননি।
এলাকাবাসীর অভিযোগ, বিদ্যালয়ে নিয়োগ, পদোন্নতি ও তহবিল ব্যবহারে দীর্ঘদিন ধরে চলছে দুর্নীতি ও অনিয়ম। তারা দ্রুত তদন্ত করে দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন।