নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা চলাকালে দুটি পানসি নৌকার বাইছালদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৭ জন আহত হয়েছেন।
রোবিবার (৫ অক্টোবর) বিকেলে সোনতলা সেতুর পাশে এই ঘটনা ঘটে।
আহতদের মধ্যে নিউ একতা এক্সপ্রেস পানসির বাইছাল সামছুল (২৮) গুরুতর অবস্থায় উল্লাপাড়া কেয়ার হাসপাতালে ভর্তি আছেন। অন্যদিকে, নিউ শাড়ীর ভিটা এক্সপ্রেসের বাইছালদের মধ্যে বাকপ্রতিবন্ধী ফরিদ, স্বপন, মৃদুল ও রাজা গুরুতর আহত হয়েছেন।
যে কারণে সংঘর্ষ
স্থানীয় সূত্রে জানা যায়, পাবনার শাড়ীর ভিটা গ্রামের ‘শাড়ীর ভিটা এক্সপ্রেস’ এবং উল্লাপাড়ার কৈবর্তগাতী গ্রামের ‘নিউ একতা এক্সপ্রেস’ পানসি দুটি বাইচ চলাকালে দ্রুত গতিতে পাশাপাশি চাপা পড়ে যায়। এতে বাইছালরা উত্তেজিত হয়ে বৈঠা দিয়ে একে অপরের উপর আঘাত করলে সংঘর্ষ শুরু হয়।
উভয় পক্ষের পরিচালকই এই সংঘর্ষের জন্য একে অপরের বিরুদ্ধে নৌকা চাপিয়ে দেওয়ার অভিযোগ করেছেন। শাড়ীর ভিটা এক্সপ্রেসের পরিচালক আওয়াল মিয়া এবং নিউ একতা এক্সপ্রেসের পরিচালক নজরুল ইসলাম শাহিন পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করেন।
বাইচ কমিটির সদস্য এসএম আল আমিন হোসেন জানান, পুলিশের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এরপর আরও চার জোড়া নৌকার প্রতিযোগিতা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নৌকাগুলো কাছাকাছি চেপে যাওয়ার ফলেই মূলত সংঘর্ষের সৃষ্টি হয়। তবে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি শান্ত করে।