মো: মিশিকুল মন্ডল
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নের চাকলমুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আয়োজনে ৪ ঠা অক্টোবর ২০২৫ শনিবার বিকাল সাড়ে ৩ টায় সাবেক কমিশনার ও সাবেক সচিব জয়পুর ২ আসন জাতীয়তাবাদী (বিএনপি )দল থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি মনোনয়ন প্রত্যাশী জনাব আব্দুল বারী এর নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী (বিএনপি) দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদ মেজর মেজিয়াউর রহমান ও সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জৈষ্ঠ পুত্র জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ক্ষেতলাল উপজেলা শাখা বিএনপি’র সভাপতি খালেদ মাসুদ আঞ্জুমান, কালাই উপজেলা শাখা বিএনপির যুগ্ন আহ্বায়ক মওদুদ আলম সরকার, আক্কেলপুর উপজেলা শাখা বিএনপির সাধারণ সম্পাদক ইফতেখার রহমান , ক্ষেতলাল উপজেলা শাখা-বিএনপির সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার রহমান রানা , ক্ষেতলাল পৌর বিএনপি’র সভাপতি আব্দুল আলিম ও ক্ষেতলালএস এ সরকারি কলেজের সাবেক অধ্যাপক আলহাজ্ব আশরাফ আলী, জয়পুর জেলা যুবদলের সাবেক সভাপতি এ এইচ এম ওবায়দুর রহমান সুইট, আহমেদাবাদ ইউনিয়ন বিএনপির আহবায়ক বজলুর রহমান, উদয়পুর ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক ও সহকারি প্রভাষক আব্দুল আলিম সহ আরো অনেকে। সমাপনী বক্তব্য রাখেন সাবেক ডিসি, সাবেক কমিশনার ও সাবেক সচিব জয়পুর ২ আসনে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দল থেকে এমপি মনোনয়ন প্রত্যাশী জনাব আব্দুল বারী তিনি বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দল থেকে যিনি মনোনয়নপত্র পাবেন তার পক্ষে বিএনপির নেতাকর্মীরদের কাজ করা এবং ভোট প্রদানের আহ্বান জানিয়ে তিনি জনসভার সমাপ্তি ঘোষনা করেন। অত্র জনসভায় কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর উপজেলার জাতীয়তাবাদী (বিএনপি) দলের নেত্রবৃন্দ ও কালাই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মী সহ জনসাধারণ অত্র জনসভায় উপস্থিত ছিলেন।