লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি:
রাঙ্গামাটির লংগদুতে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর উপজেলা কমিটি গঠন এবং ওলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে দশটায় উপজেলার মাইনীমুখ কেন্দ্রীয় জামে মসজিদে এই ওলামা সম্মেলন অনুষ্ঠিত হয়। লংগদু উপজেলা হেফাজতে ইসলামের আহ্বায়ক মাওঃ আমিনুর রশীদ-এর সভাপতিত্বে এবং হাফেজ আবদুল মতিন-এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম রাঙ্গামাটি জেলা সভাপতি মাওঃ মোঃ শরিয়ত উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন হেফাজতে ইসলাম রাঙ্গামাটি জেলা সেক্রেটারি মাওলানা আবুল হাশেম সাহেব ও মাওলানা মাজহারুল ইসলাম প্রমূখ।
এ সময়ে জেলা ও উপজেলার বিশিষ্ট ওলামায়ে কেরামগণের উপস্থিতিতে হেফাজতে ইসলাম লংগদু উপজেলা কমিটি গঠন করা হয়। নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন:
সভাপতি: মুফতি ওবায়দুল্লাহ আহরার
সাধারণ সম্পাদক: মোহাম্মদ আলী
সাংগঠনিক সম্পাদক: মাওঃ খালেদ সাইফুল্লাহ
অর্থ সম্পাদক: হাফেজ এমদাদ বিন সাদেক
দপ্তর সম্পাদক: মাওলানা এম জাহেদ বিন খলিল
প্রচার সম্পাদক: মাওঃ হজরত আলী
এই সম্মেলনের মাধ্যমে লংগদুতে হেফাজতে ইসলামের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করা হলো বলে জানান সংশ্লিষ্টরা।