সেলিম সাজ্জাদ, ময়মনসিংহ
বাংলাদেশ শ্রমিক অধিকারের পরিষদের সভাপতি আঃ রহমানের উপর হামলার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় ময়মনসিংহ জিরো পয়েন্টে শ্রমিক অধিকারের পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন—ময়মনসিংহ শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুল হাই আকন্দ, সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন সরদার, ময়মনসিংহ গণঅধিকার পরিষদের মহানগর শাখার প্রস্তাবিত কমিটির সভাপতি এইচ এম আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক কাঞ্চন আহমদ, গণঅধিকার পরিষদ ময়মনসিংহ জেলা কমিটির নেতৃবৃন্দ, যুব অধিকার পরিষদ ময়মনসিংহ জেলার সাধারণ সম্পাদক মনির হোসেন, ছাত্র অধিকার পরিষদ ময়মনসিংহ জেলার সাধারণ সম্পাদকসহ জয়নাল আবেদীন, শাহ সুলতান মিয়া, একরাম হোসেন, সাইদুল ইসলাম, হাসমত আলী হাসু, আমির খান, সাগর, তুফায়েল প্রমুখ।
বক্তারা অবিলম্বে শ্রমিক নেতা আবদুর রহমানের উপর হামলার সাথে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।