ভোলা প্রতিনিধি:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, “মাফিয়া নেত্রী শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করেই যাচ্ছেন।” তিনি অভিযোগ করেন, সরকার পতনের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে।
শুক্রবার বিকেলে ভোলার লালমোহনে যুবদলের উদ্যোগে আয়োজিত ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন মেজর হাফিজ।
তিনি বলেন, বর্তমান সরকার আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে। কিন্তু পালিয়ে যাওয়া আওয়ামী লীগ যাতে নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হতে না পারে, সেজন্য বিভিন্ন পরিকল্পনা করছে। এ পরিস্থিতিতে বিএনপির নেতাকর্মীদের সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থেকে জনগণের কাছে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে।
অনুষ্ঠানে লালমোহন উপজেলা যুবদলের সভাপতি শাহীনুুল ইসলাম কবির হাওলাদার সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামান সঞ্চালনা করেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল।
এছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটওয়ারী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, শফিউল্যাহ হাওলাদার, যুবদলের সহসভাপতি মোসলে উদ্দিন আহমেদসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের যুবদল ও বিএনপির নেতৃবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. বশির হাওলাদার।