মো: মিশিকুল মন্ডল
স্টাফ রিপোর্টার:
জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার নিশ্চিন্তা বাজারের পশ্চিম পাশে ওমর ফিলিং স্টেশনের পাশে একটি মৃত মহিষ পড়ে থাকতে দেখা যায়। এতে এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এবং পথচারী ও স্থানীয়দের মধ্যে চরম অস্বস্তি তৈরি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই এই বিষয়ে পোস্ট করে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
বিষয়টি বড়তারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: নুরুল ইসলামের নজরে এলে তিনি দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। তিনি ঘটনাস্থলে ৫ জন লেবার দিয়ে মৃত মহিষটিকে মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করেন।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলামের তাৎক্ষণিক এই উদ্যোগে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন এবং তার এই জনহিতকর কাজের প্রশংসা করেছেন।