ফিরোজ আল আমিন
নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় আয়োজন শারদীয় দুর্গোৎসব।বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল থেকে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ থেকে শোভাযাত্রা বের হয়ে স্থানীয় পুকুর, নদী ও জলাশয়ে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। বিসর্জনকে ঘিরে এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।পূজা উদযাপন কমিটির নেতারা জানান, প্রতিমা বিসর্জনের মধ্য দিয়েই মূলত দুর্গোৎসবের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটে। পূজামণ্ডপগুলোতে ভক্তরা শেষবারের মতো দেবীর সামনে প্রার্থনা করে মঙ্গল কামনা করেন এবং একে অপরের সঙ্গে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করেন।উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী জানায়, দুর্গোৎসব উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন হয়েছে।উৎসবে অংশ নিতে আসা স্থানীয় ভক্তরা বলেন, প্রতিমা বিসর্জনের মুহূর্তটা আমাদের জন্য আবেগঘন। একদিকে বিদায়ের বেদনা, অন্যদিকে দেবীর পুনরায় আগমনের আশায় আমরা বছরভর অপেক্ষা করব।ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ-উল্লাস ও নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে এভাবেই শেষ হলো এ বছরের শারদীয় দুর্গোৎসব।