মোখলেছুর রহমান ধনু
রামগতি -কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের কমলনগরে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মহিলা সমাবেশ অনুুষ্ঠিত হয়েছে। বুধবার হাজিরহাট উপকূল সরকারী কলেজ মিলনায়তনে এসভা অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিনিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডির) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি স্বাধীনতার প্রথম পাতাকা উত্তোলক বীর মুক্তিযোদ্ধা সাবেক বিরোধী দলের নেতা জননেতা আ স ম আবদুর এর সহধর্মীনি মিসেস তানিয়া রব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেএসডির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এড. সৈয়দ বেলায়েত হোসেন বেলাল ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুল বাতেন বিপ্লব, ঢাকা জেলা নারী জোটের সভাপতি ফারজানা আক্তার দিবা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কমলনগর উপজেলা জেএসডির সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেব। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কমলনগর উপজেলা যুব পরিষদের সভাপতি মাহমুদুর রহমান বেলাল, যুগ্মআহ্বায়ক এম এ এহসান রিয়াজ, মোখলেছুর রহমান ধনু ও যুগ্ম আহ্বায়ক মো. আক্তার হোসেন প্রমুখ।