নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে নতুন নির্মিত সেতুর সংযোগ সড়ক এক মাস না যেতেই ধসে পড়েছে। এতে চার ইউনিয়নের ১৪ গ্রামের অন্তত ২০ হাজার মানুষ ভোগান্তিতে পড়েছেন। বর্তমানে ঝুঁকি নিয়ে পথচারীরা চলাচল করলেও যানবাহন বন্ধ রয়েছে।
২০২৩-২৪ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রকল্পে জয়পুরা ঈদগাহ মাঠসংলগ্ন খালের ওপর ১ কোটি ৬ লাখ টাকায় ১৫ মিটার দৈর্ঘ্যের সেতুটি নির্মাণ করা হয়। পরে ২০২৪-২৫ অর্থবছরে কাবিখা ও কাবিটা প্রকল্পে ৬ লাখ ৩০ হাজার টাকায় সংযোগ সড়ক নির্মিত হয়। কিন্তু কয়েক দিনের বৃষ্টিতেই সড়কটি ভেঙে পড়ে।
স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের বালু, পুরোনো ইট ও খোয়া ব্যবহার করে রড ছাড়াই গাইড ওয়াল নির্মাণ করা হয়েছে। দায়সারাভাবে কাজ করায় এক মাসেই ধসে পড়ে সড়কটি। এ ঘটনায় শুক্রবার মানববন্ধন করে দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন তারা।
তবে প্রকল্প সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য শাহজাহান আলী বলেন, “বরাদ্দ অনুযায়ী কাজ করেছি, বৃষ্টির কারণে সড়ক ভেঙে গেছে।”
শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, “ভারী বৃষ্টির কারণে মাটি সরে গিয়ে সড়কটি ধসে পড়েছে। দ্রুত সংস্কার করা হবে।”