কাগজ ডেক্স:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপে ডিজে গান বাজানোকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
ঘটনা ঘটে সোমবার রাত ১টার দিকে পৌর এলাকার ভবানী মন্দিরে। উচ্চস্বরে গান বন্ধ করতে গেলে পুলিশের ওপর চড়াও হন কয়েকজন যুবক। এতে পুলিশ সদস্য সাগর আহমেদ আহত হন।
মঙ্গলবার এএসআই মো. ওমর ফারুক বাদী হয়ে মামলা করেন। তবে এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।