মোঃ হাচান আল মামুন দীঘিনালা( খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়িতে চলমান অবরোধ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছে জুম্ম ছাত্র জনতা। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টা থেকে ৫ অক্টোবর পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, প্রশাসনের দেওয়া আট দফা বাস্তবায়নের আশ্বাস এবং হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসবকে সম্মান জানিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জুম্ম ছাত্র জনতার সংগঠক ছদক চাকমা বলেন, “আমরা প্রশাসনের প্রতি আস্থা রেখে কর্মসূচি স্থগিত করেছি। তবে দাবিগুলো পূরণ না হলে আবারও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”
২৩ সেপ্টেম্বর স্কুলছাত্রী ধর্ষণের প্রতিবাদে এ আন্দোলন শুরু হয়। অবরোধ চলাকালে গুইমারায় সংঘর্ষে তিনজন নিহত ও অন্তত ১৬ জন আহত হন।
আইনশৃঙ্খলা–সংক্রান্ত বৈঠকে জুম্ম ছাত্র জনতা আট দফা দাবি উপস্থাপন করে, যা পূরণের আশ্বাস দিয়েছে প্রশাসন।
সংগঠনটির দাবি, তাদের আন্দোলন কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নয়; বরং ন্যায়বিচার ও জুম্ম নারীদের নিরাপত্তা নিশ্চিত করাই মূল উদ্দেশ্য।
প্রশাসনের আশ্বাস ও দুর্গোৎসবের প্রতি সম্মান জানিয়ে অবরোধ স্থগিত, তবে দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে জুম্ম ছাত্র জনতা।