মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি:
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করেছেন যশোর জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকালে নওয়াপাড়া পৌরসভার বিভিন্ন পূজা মন্ডব তিনি পরিদর্শন করেন। এসময় তার সাথে ছিলেন অভয়নগর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুকীসহ ছিলেন ৮৮ যশোর ৪ আসনের গণমানুষের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি, অভয়নগর উপজেলা বিএনপির নির্বাচিত সভাপতি জননেতা জনাব ফারাজী মতিয়ার রহমান। এছাড়াও আরো ছিলেন নওয়াপাড়া পৌর বিএনপির নির্বাচিত সভাপতি আবু নঈম মোড়ল, অভয়নগর থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, নওয়াপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক, রেজাউল করিম মোল্লা অভয়নগর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন খানসহ অভয়নগর থানা ও নওয়াপাড়া পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।।