কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি ড. সাইফুল ইসলাম রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ করেছেন। মঙ্গলবার তিনি জেলার মিরপুর পুরাতন বাস স্ট্যান্ড বাজারসহ উপজেলার বিভিন্ন স্থানে এ লিফলেট বিতরণ করেন। এছাড়াও তিনি বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা জনগণের দোরগোড়ায় তা পৌঁছে দিচ্ছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া- আসনে দল যাকেই মনোনয়ন মনোনয়ন দেবে আমরা ঐক্যবদ্ধভাবে তার কাজ করব।