রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া
কুষ্টিয়ায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। সোমবার বিকেলে কুষ্টিয়া-ভেড়ামারা সড়কের মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের মীর আব্দুল করিম কলেজের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। এতে মোটরসাইকেলের চালক সিয়াম ও আরোহী আব্দুর রহমান শফি গুরুত্বর আহত হয়। আহতরা ভেড়ামারা উপজেলার বাসিন্দা। পরে স্থানীয় জনগণ আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। সেখানে তাদের অবস্থা অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টায় সিয়াম মারা যায়। শফি
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশংকা জন্য বলে চিকিৎসকরা জানিয়েছেন। কুষ্টিয়া হাইওয়ে থানা পুলিশের ওসি সৈয়দ আল-মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।