মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলার স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন বেতছড়ি একতা ফাউন্ডেশন মানবসেবার এক বছর পূর্তি উদযাপন করেছে। এ উপলক্ষে গতকাল (রোববার) মাগরিবের নামাজের পর বেতছড়ি কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপজেলার বিভিন্ন মানবিক সংগঠনের প্রতিনিধি, আলেম সমাজ, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
একতা ফাউন্ডেশনের সভাপতি ডা. আল-আমিন এ সময় বলেন, “এলাকাবাসীর সহযোগিতা ও ভালোবাসা নিয়ে আমরা আরও এগিয়ে যেতে চাই। বেতছড়ি একতা ফাউন্ডেশন শুধু একটি এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, ইনশাআল্লাহ পুরো উপজেলাজুড়ে মানবসেবামূলক কার্যক্রম পরিচালনা করবে।”
এছাড়া মধ্য বোয়ালখালী মানবিক যুবসমাজের সহ-সভাপতি মাওলানা আব্দুল্লাহ জাহাঙ্গীর বলেন, “বেতছড়ি একতা ফাউন্ডেশনের মতো মানবিক সংগঠন প্রতিটি গ্রামে থাকা দরকার। একা একজন মানুষের পক্ষে সবসময় সহযোগিতা করা সম্ভব হয় না, কিন্তু সংগঠনের মাধ্যমে সবাই মিলে কাজ করলে সত্যিকার অর্থে অসহায় মানুষের উপকার হয়।”
মানবসেবার পথচলায় এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই দোয়া মাহফিলটি এলাকাবাসীর মধ্যে প্রশংসিত হয়েছে।