মো: মিশিকুল মন্ডল
স্টাফ রিপোর্টার:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)জনাব আসিফ আল জিন্নাত
এবং বড়তারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম আজ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। তাদের সাথে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা।
পরিদর্শনকালে (ইউএনও)জনাব আসিফ আল জিন্নাত বলেন, "দুর্গাপূজা বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় উৎসব। এই উৎসবে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে আনন্দ করে। সরকার শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে সব ধরনের সহায়তা প্রদান করছে। আমরা চাই সবাই নিরাপদে এবং নির্বিঘ্নে এই উৎসব উপভোগ করুক।"
বড়তারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, "প্রতি বছরই ক্ষেতলাল উপজেলায় অত্যন্ত আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হয়। এখানকার সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অত্যন্ত সুদৃঢ়। আমরা পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সর্বাত্মক সহযোগিতা করছি।"
বিএনপি'র অঙ্গসংগঠনের নেতৃবৃন্দও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের জন্য প্রশাসনকে ধন্যবাদ জানান এবং যেকোনো প্রয়োজনে সহযোগিতার আশ্বাস দেন।
পরিদর্শনকালে নেতৃবৃন্দ পূজা কমিটির সদস্য ও ভক্তদের সাথে কথা বলেন এবং তাদের সুবিধা-অসুবিধার খোঁজখবর নেন। তারা মণ্ডপগুলোর নিরাপত্তা ব্যবস্থা এবং স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়েও খোঁজ নেন।