রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া
কুষ্টিয়ায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)'র সহযোগিতায় রোববার সকালে সার্কিট হাউজে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ সময়ে বক্তব্য রাখেন সিনিয়র তথ্য অফিসার আমিনুল ইসলাম, গণপূর্ত অধিদফতর নির্বাহী প্রকৌশলী নুরুজ্জামান হোসেন জাহিদ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল লতিফ শেখ, সচেতন নাগরিক কমিটি (সনাক)'র সাবেক সভাপতি রফিকুল আলম টুকু, সহ-সভাপতি শাজাহান আলী, সদস্য মিজানুর রহমান লাকী, তারিকুল হক তারিক। জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার আরিফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে সরকারি দপ্তরের ওয়েব পোর্টাল মনিটরিং রিপোর্ট উপস্থাপন করেন টিআইবি'র এরিয়া কো-অর্ডিনেটর রায়হানুল ইসলাম। এ সময়ে সিভিল সার্জন ডাঃ সাজ্জাদ হোসেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাসুম আলী, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মতিয়ার রহমান, জেলা শিক্ষা অফিসার আবু তৈয়ব মোঃ ইউনুছ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মখলেছুর রহমান, এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী রাজু আহমেদ, কুষ্টিয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক হ্যাপি সাহা, মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, সচেতন নাগরিক কমিটির সদস্য সুভাশিস সাহা খোকন, দিশা সংস্থার উপ-নির্বাহী পরিচালক এম আর ইসলাম, ব্রাকের জেলা ব্যবস্থাপক আবু হানিফ মোড়ল প্রমুখ উপস্থিত ছিলেন।