মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি:
রাঙ্গামাটির লংগদুতে পূজা মণ্ডপ পরিদর্শন, পূজা কমিটিকে আর্থিক অনুদান প্রদান ও উপজেলা দূর্গম অঞ্চলের দুইটি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে দুটি ইঞ্জিন চালিত বোট প্রদান করেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য মিনহাজ মুরশীদ।
গতকাল দুপুরে উপজেলার মাইনীমুখ ফরেস্ট ঘাটে, জারুলবাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলী এবং ফোরেরমুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুখতারা চাকমার হাতে রাঙ্গামাটি জেলা পরিষদের পক্ষ হতে দুটি ইঞ্জিন চালিত বোট তুলেদেন তিনি। এসময়ে সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে আসন্ন শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে জেলা পরিষদের পক্ষে লংগদু উপজেলার তিনটি পূজা মণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে, দূর্গা শ্রী শ্রী রাধাকৃষ্ণ সেবাশ্রম, শ্রী শ্রী শিব মন্দির ও শ্রী শ্রী হরি মন্দিরে রূপালী ব্যাংকে দেড় লক্ষাধিক টাকার চেক হস্তান্তর করেন।
অনুদানের চেক হাতে পেয়ে, তারা জেলা পরিষদের এধরণের মহতি উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেন বলেন, এর মাধ্যমে তাদের ধর্মীয় উৎসব পালনে অনেকটা সহজ হবে । যা প্রতিমা বিসর্জনকে উৎসবমুখর করে তুলবে।