মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ি জেলায় জুম্ম ছাত্র জনতার ডাকে আজ শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি চলছে। জেলার বিভিন্ন এলাকায় এই কর্মসূচির প্রভাব পড়েছে। বিশেষ করে দীঘিনালা উপজেলার সবচেয়ে বড় বাজার বোয়ালখালী বাজারে স্বাভাবিক দিনে যেখানে ক্রেতা-বিক্রেতার ব্যাপক ভিড় থাকে, সেখানে আজ মানুষের উপস্থিতি ছিল অল্প। ফলে বাজারে তেমন জমজমাট পরিবেশ দেখা যায়নি, ব্যবসায়ীরাও ক্ষতির শঙ্কায় পড়েছেন।
জুম্ম ছাত্র জনতা জানিয়েছে, খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালায় ৮ম শ্রেণির এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধ*র্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং ছাত্র নেতা উক্যনু মারমাকে তুলে নিয়ে হেনস্তার অভিযোগে অভিযুক্ত সেনা কর্মকর্তার অপসারণের দাবিতে তারা এই কর্মসূচি ঘোষণা করেছে।
এর আগে গতকাল শুক্রবার (২৬ সেপ্টেম্বর) খাগড়াছড়ি সদরে আয়োজিত নিপীড়ন বিরোধী মহাসমাবেশ থেকে শনিবার সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দেওয়া হয়। কর্মসূচির অংশ হিসেবে জেলার বিভিন্ন সড়কে যান চলাচল আংশিকভাবে বন্ধ হয়ে পড়ে। এতে যাত্রী ও সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়েছে।
একাধিক স্থানীয় সূত্র জানায়, সকাল থেকে বিভিন্ন স্থানে ছোট ছোট মিছিল বের করে অবরোধকারীরা সড়কে অবস্থান নেয়। এ সময় তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সেনা কর্মকর্তার অপসারণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
জুম্ম ছাত্র জনতার নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমাদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”