মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :
রাঙ্গামাটির লংগদুতে আসন্ন জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি বাস্তবায়ন, পতিত সরকারের বিচার, জুলাই বিপ্লবের শহীদের সম্মাননা ও সনদ প্রদান সহ পাঁচ দফা দাবিতে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
২৬ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেল পাঁচটায় বিক্ষোভ মিছিল বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মাইনীমুখ কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বের হয়ে মাইনীমুখ বাজার প্রদক্ষিণ শেষে পথসভায় মিলিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলা শাখার এসিস্ট্যান্ট সেক্রেটারি তাজ মাহমুদের সঞ্চালনায় পথে সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন লংগদু উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীন ও নায়েবে আমীর মাওলানা এএলএম সিরাজুল ইসলাম।
এসময় বক্তারা বলেন, দীর্ঘ এক বছর পেরিয়ে গেলেও আজো পর্যন্ত স্বৈরাচারের দোসরদের দৃশ্যমান বিচার না হওয়ায় অন্তর্বতী কালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়। বক্তব্যে
জুলাই বিপ্লবের মাধ্যমে পতিত স্বৈরাচারী সরকারের দ্রুত বিচার, পিআর পদ্ধতিতে নির্বাচন ও জুলাই যোদ্ধাদের সনদ প্রদান সহ পাঁচ দফা দাবি বাস্তবায়নে ঐক্যবদ্ধ আন্দোলনের ঘোষণা দেন।