রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া
জুলাই গণহত্যার বিচার, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং জাতীয় পার্টি ও ১৪ দলের বিচার এবং বিচার চলাকালে তাদের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখা । শুক্রবার বিকালে সংক্ষিপ্ত সমাবেশ শেষে কুষ্টিয়া শহরের পৌরসভা চত্বর থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান এন এস রোড প্রদক্ষিণ করে। এর আগে ইসলামী আন্দোলন দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করে।
সমাবেশে জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহমদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি জিএম তাওহীদ আনোয়ারের পরিচালনায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন কুষ্টিয়া জেলার সহ-সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম মুলতান, সাংগঠনিক সম্পাদক মুফতি মুজাম্মিল হক কাসেমী, মাওলানা রেজাউল করিম, মুফতি আহমাদুল্লাহ হাবিবি প্রমূখ। বক্তারা জুলাই সনদের আইনে ভিত্তি এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের প্রতি জোর দেন।
এছাড়া গণহত্যার বিচার নিশ্চিত এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের বিচার নিশ্চিত সরকারকে কঠোর হুঁশিয়ারি দেন। সমাবেশে বক্তারা বলেন, সংস্কার ছাড়া নির্বাচন হবে না পিআর পদ্ধতিতেই হতে হবে । জুলাই সনদের আইনের ভিত্তিতে নির্বাচন হতে হবে, যারা নির্বাচনে বানচাল করতে চাই আগামী নির্বাচনে জনগণ তাদের বয়কট করবে।