মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :
সারাদেশের ন্যায় রাঙ্গামাটির লংগদুতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকাল সাড়ে নয়টায় উপজেলার বিভিন্ন এলাকায় হতে ইসলামী আন্দোলন ও ইসলামী ছাত্র আন্দোলনের কর্মীগণ বাইট্টাপাড়া বাজারে খন্ড খন্ড মিছিল নিয়ে একত্রিত হয়। পরে ইসলামী আন্দোলন বাংলাদেশ লংগদু উপজেলা শাখার সভাপতি হাফেজ আবদুল মতিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি উপজেলা প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এক পথে সভায় মিলিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর যুব নতা মোহাম্মদ আলীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন লংগদু উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক আবু রায়হান, ইসলামী আন্দোলনের মাওলানা জুবাদুল হাসান, মুফতি মাওলানা আব্দুল মান্নান, হাফেজ আবদুল মতিন সহ আরো অনেকে।
পথে সভায় বক্তারা বলেন, আমরা জুলাই বিপ্লবের শত শত শহীদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে অন্তর্বতী কালীল সরকার গঠন করেছি, দীর্ঘ একটি বছর পেরিয়ে গেলেও আজো স্বৈরাচারের দোসরদের বিচার হচ্ছে না। একটি মহল নির্বাচনের জন্য মরিয়া হয়ে উঠেছে। আমরা একটি স্বৈরাচার সরকার হটিয়ে আরেকটি স্বৈরাচারী সরকার গঠন করতে চাই না। তারা পিআর পদ্ধতিতে নির্বাচনের বিরোধিতা করছে, আমরা পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য রাজপথে নেমেছি, পতিত সরকারের বিচার, জুলাই যোদ্ধাদের সনদ প্রদান, রাষ্ট্র কাঠামো গঠন সহ পিআর পদ্ধতি নির্বাচনের দাবি আদায় না হওয়ার পর্যন্ত রাজপথে থাকবো, ইনশাআল্লাহ।