রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া
কুষ্টিয়ায় ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক ঐক্য সুরক্ষায় ধর্মীয় নেতাদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) সকালে শহরের কুঠিপাড়াস্থ সদর উপজেলা মডেল মসজিদে আলোচনা সভা হয়। অনুষ্ঠানে
ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক হেলাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, ধর্মীয় সম্প্রীতি বাংলাদেশের একটি ঐতিহ্য, যা সংরক্ষণে ধর্মীয় নেতাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। সমাজে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদারে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা। এসময় কুষ্টিয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম আহমেদ, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (গোপনীয় শাখা ও জুডিসিয়াল মুন্সিখানা শাখা) আবু সালেহ মোঃ নাসিম। এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক নেতা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আলোচনা সভায় অংশ নেন।